Shahriar Technology. In this website Shahriar-Tech, you can find Mobile Review, PC Help, Apps etc tips. You can also be called me SEO Expert Redoy.

রাশিয়া বিশ্বকাপ জিতে নিলো ফ্রান্স

রাশিয়া বিশ্বকাপের ফাইনাল খেলছে ফ্রান্স বনাম ক্রোয়েশিয়া। খেলা শুরু থেকেই ছিলো টানটান উত্তেজনা। তবে হাফ টাইমের ভিতরে ২ গোল নিশ্চিত করেছে ফ্রান্স। যা থেকে অনুমান করেই নেওয়া গেছিলো এবারে বিশ্বকাপ জিততে চলেছে ফ্রান্স। লাইভ ফুটবল অথবা ক্রিকেট অনলাইনে দেখতে ভিজিট করুন এই লিংকে
france win world cup

ফ্রান্স বনাম ক্রোয়েশিয়া ম্যাচের রিভিউ


১৮ মিনিটের মাথায় ফ্রি কিকে মারিও মান্দজুকিচ এর হেডে দেওয়া আত্মঘাতী গোলেই বিদ্ধস্ত হয় ক্রোয়েশিয়া। তারপর অনেক চেষ্টার ফলে ক্রোয়েশিয়া ২৮ মিনিটে ইভান পেরিসিক এর দেওয়া দূরন্ত শর্টে গোল পায়। ফলে খেলায় সমতা আসে।

পর মুহূর্তেই ফ্রান্স আবার ৩৮ মিনিটের মাথায় পেনাল্টি পায়। পেনাল্টিতে আন্তনিও গ্রিজম্যানের পায়ের জাদুতে আবার ফ্রান্স ২-১ গোলে এগিয়ে থাকে। এ থেকে বোঝাই যায় রাশিয়া বিশ্বকাপ জিততে চলেছে ফ্রান্স

৫৯ মিনিটের মাথায় পল পগবা এর থেকে ফ্রান্স আরো একটি গোল পায়। কিলিয়ান এমবাপের করা ৬৫ মিনিটের গোলে ফ্রান্স এগিয়ে যায় ৪-১ গোলে।

৬৯ মিনিটে আবারো মারিও মান্দজুকিচ এর গোলে ক্রোয়েশিয়া আরো একটি গোল পায়। কিন্তু গোলে সমতা আনতে এখনো ২ টি গোল করতে হবে ক্রোয়েশিয়াকে

 • বলের পজিশন - ৩৪% ফ্রান্স, ৬৬% ক্রোয়েশিয়া
 • টার্গেট শট - ফ্রান্স ১০, ক্রোয়েশিয়া ৬
 • ফ্রি কিক - ফ্রান্স ১৩, ক্রোয়েশিয়া ১৪
 • কর্ণার - ফ্রান্স ২, ক্রোয়েশিয়া
 • অফসাইড - ফ্রান্স ১, ক্রোয়েশিয়া
 • ফাউল - ফ্রান্স ১৩, ক্রোয়েশিয়া ১৩
 • হলুদ কার্ড - ফ্রান্স ২, ক্রোয়েশিয়া ১

ফলাফল

রাশিয়া বিশ্বকাপ ২০১৮ জিতে নিলো ফ্রান্সক্রোয়েশিয়া হলো রানার্সাপ। এবারে দ্বিতীয়বারের মত বিশ্বকাপ জিতে নিলো ফ্রান্স
Share:

Movavi 14.1.0 ভিডিও এডিটর + ক্র্যাক ডাউনলোড করে নিন

Movavi Video Editor একটি দারুন ভিডিও এডিটর। অনেকেই বর্তমানে প্রফেশনাল মানের ভিডিও এডিট করতে চায়। তবে তার জন্য কিছু সফটওয়্যারের প্রয়োজন হয়। Movavi ভিডিও এডিটর এমনই একটি ভিডিও এডিটর। আপনিও এই ভিডিও এডিটর দিয়ে খুব সহজেই ভিডিও এডিট করতে পারবেন। আজকে আমরা মোভাভি ভিডিও এডিটর সম্বন্ধে জানবো।
movavi video editor crack 2018


Movavi Video Editor Software

Movavi Video Editor সফটওয়্যারটি অনেকটা "Wondershare Filmora" এর মত। অনেক ফিচার মিল আছে ফিলমোরা এর সাথে। আবার কিছু ফিচার অমিল রয়েছে। মোভাভি নতুন কিছু ফিচার যোগ করেছে তাদের এই সফটওয়্যারটিতে। এটি দিয়ে প্রোফেশনাল ভিডিও এডিট করতে পারবেন আপনি। চলুন তাহলে মোভাভি এর সাথে পরিচিত হয়ে আসি।

এটা কি ফ্রি? নাকি পেইড?

না এটি ফ্রি সফটয়্যার নয়, তবে ফ্রিতে ব্যবহারের ক্ষেত্র কিছু লিমিটেশন রয়েছে। ফ্রি ভার্সন মোভাভি ব্যবহারে আপনার ভিডিওতে ওয়াটারমার্ক যোগ হয়ে যাবে এবং যে-কোনো প্রজেক্টে অডিও অর্ধেক সেভ হবে। আপনি চাইলে পার্সোনাল ব্যবহারে মোভাভি পার্সোনাল সফটওয়্যারটি $59.95 দিয়ে কিনে নিতে পারেন। অথবা, ব্যবসায়িক ব্যবহারের ক্ষেত্রে মোভাভি বিজনেস সফটওয়্যারটি $119.95 দিয়ে কিনে নিতে পারেন মোভাভির অফিসিয়াল সাইট থেকে।

মোভাভি ভিডিও এডিটর

প্রথমেই বলেছিলাম মোভাভি ভিডিও এডিটরটি দেখতে অনেকটা ফিলমোরা এর মত। এটির কাজও অনেকটা ফিলমোরা ভিডিও এডিটরের কাছাকাছি। এই মোভাভি এডিটর দিয়ে প্রোফেশনালদের মতই ভিডিও এডিট করতে পারবেন আপনিও। মোভাভি এর স্ক্রিন নিম্নরূপ:
movavi video editor

ক্র্যাক সহ ডাউনলোড করবেন যেভাবে

মোভাভি ভিডিও এডিটরটি ডাউনলোড করতে নিচের সবুজ লিংকটিতে ক্লিক করুন। ডাউনলোড করার পর কিভাবে ইনস্টল করবেন তা দেখে নিতে পারেন ভিডিওটিতে।

মোভাভি (Movavi) ভিডিও এডিটর এখন ফুল ভার্সনেই ব্যবহার করুন। পোস্টটি ভালো লাগলে কমেন্ট করে জানান এবং শেয়ার করুন।
Share:

ইউমিডিজির নতুন ফোন - ইউমিডিজি জেড২ প্রো

ইউমিডিজি নতুন বেজেল লেস স্মার্টফোন ইউমিডিজি জেড২ প্রো নিয়ে বাজারে আসছে। বেজেল লেস স্মার্টফোন বর্তমান যুগের নতুন স্টাইলও বলতে পারেন। তবে স্টাইল হোক আর আর যাই ই হোক, নিত্যনতুন ফোন ছাড়া এখন চলে নাকি? তাছাড়া এখন আর স্মার্টফোনের দাম আকাশচুম্বী নয়। খুব সস্তা দামেই এখন স্মার্টফোন পাওয়া যায়। তবে ভালোমানের একটি স্মার্টফোন কিনতে গেলে একটু তো খরচ হবেই। চলুন তাহলে কথা না বাড়িয়ে ইউমিডিজি জেড২ প্রো এর ফিচারগুলো দেখে নেওয়া যাক একনজরে।
umidigi z2 pro

ইউমিডিজি জেড২ প্রো এর ফিচারসমূহ

 • অপারেটিং সিস্টেম: Android v8.1 (Oreo)
 • ডিসপ্লে সাইজ: ৬.২ ইঞ্চি
 • প্রসেসর: মিডিয়াটেক হিলিও পি৬০, ৬৪ বিট প্রসেসর
 • ক্যামেরা: ১৬+৮ মেগা ফ্রন্ট, ১৬+৮ মেগা ব্যাক
 • র‍্যাম ও মেমোরি: ৬ জিবি, ১২৮ জিবি
 • ব্যাটারি: ৩,৬৫০ মিলি অ্যাম্পিয়ার

ফিচারসমূহের বিস্তারিত আলোচনা

 • স্মার্টফোনটিতে সর্বশেষ ভার্সন অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ওরিও ৮.১ দেওয়া হয়েছে। ফোনটির ওজনমাত্র ১৬৫ গ্রাম (ব্যাটারি সহ)।
 • ডিসপ্লেতে ৬.২ ইঞ্চির নজরকাড়া আইপিএস, এলসিডির ফুল এইচডি ডিসপ্লে দেওয়া হয়েছে। ডিস্প্লে রেজ্যুলেশন ১০৮০*২২৪৬। দেওয়া হয়েছে ১৬ এম কালারসও। ফোনটিতে মাল্টিটাচ রয়েছে। ফোনটির মূল বডির ৯০% স্ক্রিন রয়েছে।
 • প্রসেসর হিসেবে ইউমিডিজি জেড২ প্রো হ্যান্ডসেটটিতে মিডিয়াটেক হিলিও পি৬০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। প্রসেসরটি ৬৪-বিটের অক্টা কোরের একটি প্রসেসর।
 • এই স্মার্টফোনটিতে ১৬+৮ মেগাপিক্সেলের ব্যাক ও ফ্রন্ট ফ্যামেরা দেওয়া হয়েছে। অর্থাৎ, উভয় ক্যামেরাই পাচ্ছেন ২৪ মেগাপিক্সেলের। যা আপনার দারুন ফটোগ্রাফির কাজে আসবে। এই ফোনটি দিয়ে ৪K মানের ভিডিও করতে পারবেন।
 • এই ফোনটিতে পাচ্ছেন ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল মেমোরি। যা স্মার্টফোনটিকে স্মুথলি চলতে দিতে সক্ষম। আপনি এই ফোনে ২৫৬ জিবি পর্যন্ত এক্সটার্নাল মেমোরি ব্যবহার করতে পারবেন।
 • ফোনটিতে বিভিন্ন ধরনের সেন্সর দেওয়া হয়েছে। রয়েছে হল সেন্সর, ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও।
 • কানেকটিভিটি হিসেবে দেওয়া হয়েছে ওয়াই-ফাই, ব্লুটুথ ভার্সন ৪.১, টাইপ-সি ইউএসবি ভার্সন ২.০ ওটিজি, জিপিএস ইত্যাদি।
 • ব্যাটারি হিসেবে ইউমিডিজি জেড২ প্রো স্মার্টফোনটিতে ৩,৬৫০ মিলি অ্যাম্পিয়ারের নন- রিমুভেবল লিথিয়াম পলিমার ব্যাটারি দেওয়া হয়েছে।
 • ফোনটির দাম হতে পারে ৩৫,০০০ হাজার থেকে ৪০,০০০ হাজার টাকার মত এবং ফোনটি Phantom, Black, Twilight এই তিনটি রঙে পাওয়া যাবে।
আশাকরি, ইউমিডিজি জেড২ প্রো সম্বন্ধে সবাই জানতে পেরেছেন। পোস্টটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং ভালো লাগলে শেয়ার করুন।
Share:

This Site is protected by DMCA

Categories

Popular Posts

Recent Posts

শাহরিয়ার টেক

শাহরিয়ার টেক
Shahriar Tech - A Technology Website

Contact Form

Name

Email *

Message *

About Me

authorHello, my name is Shahriar Ahmed Redoy. I'm a 18 year old self-employed student.
Learn More →

Kategori

Kategori

Recent Comments

Categories

Flickr

Recommended Posts

randomposts

Sponsor

AD BANNER

Popular Posts

Featured

Labels

All Page Views