ইউটিউব ভিডিওর জন্য অনেক থাম্বনেল তৈরির অ্যাপস থাকলেও ভালো ফিচার সমৃদ্ধ অ্যাপসের খোজ অনেকেই জানেনা। তাদের জন্য আজকের এই পোস্টটি আশাকরি উপকারে আসবে। প্রথমত, ইউটিউব ভিডিওর থাম্বনেলটি যদি দেখতে ভালো না হয় তবে কারোরই আগ্রহ হবেনা ভিডিওটি দেখার।
সুতরাং, ভিডিওর থাম্বনেলই যদি দেখতে আকর্ষণীয় না হয় তবে ভিডিও ভিউস কম হবে। দ্বিতীয়ত, ইউটিউব ভিডিও এসইও এর ফলেই আপনার ইউটিউব ভিডিওটি র্যাংক করতে পারে। আর সেই জন্যই ইউটিউব ভিডিও কিভাবে এসইও সহ র্যাংক করাবেন তা জানুন-এই পোস্টটি পড়ে দেখতে পারেন।
সুতরাং, ভিডিওর থাম্বনেলই যদি দেখতে আকর্ষণীয় না হয় তবে ভিডিও ভিউস কম হবে। দ্বিতীয়ত, ইউটিউব ভিডিও এসইও এর ফলেই আপনার ইউটিউব ভিডিওটি র্যাংক করতে পারে। আর সেই জন্যই ইউটিউব ভিডিও কিভাবে এসইও সহ র্যাংক করাবেন তা জানুন-এই পোস্টটি পড়ে দেখতে পারেন।
ইউটিউব থাম্বনেল মেকার অ্যাপস
ইউটিউব ভিডিও তৈরির ক্ষেত্রে ভিডিও পাবলিশ করার আগে আপনাকে একটি সুন্দর থাম্বনেল বেছে নিতে হয়। থাম্বনেল বা ছবিটি দর্শকদের কাছে দৃষ্টিনন্দন হলে ভিডিও ভিউস বেশি হবে তা সবারই জানা। আর এই আকর্ষণীয় থাম্বনেলের ফলেই আপনার ভিডিওটি ভাইরালও হয়ে যেতে পারে। চলুন তাহলে সেই ৩টি অ্যান্ড্রয়েড থাম্বনেল মেকার অ্যাপস সম্বন্ধে জেনে নেওয়া যাক।
উপরের তিনটি থাম্বনেল মেকার অ্যাপসে্র ভেতর সবগুলো অ্যাপসের মাধ্যমেই খুব ভালো থাম্বনেল তৈরি করতে পারবেন আপনার ইউটিউব ভিডিওর জন্য। যারা ফটোশপ ব্যবহার করতে জানেনা বা যারা একেবারে নতুন তারা এই অ্যাপস গুলো দিয়ে সহজেই একটি ভালোমানের থাম্বনেল তৈরি করে নিতে পারবেন। পোস্টটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।
১. PixelLab
পিক্সেল ল্যাব দারুন একটি থাম্বনেল তৈরির অ্যাপস। এর সাহায্যে আপনি ইউটিউব থাম্বনেল ছাড়াও ইউটিউব চ্যানেল ব্যানার, ফেসবুক কভার আর্ট, গুগল প্লাস কভার ফটো, টুইটার হেডার ইত্যাদি তৈরি করতে পারবেন। আপনি চাইলে কাস্টম সাইজ সিলেক্ট করে নিতে পারবেন। এই পিক্সেল ল্যাব অ্যাপসের সাহায্যে বিভিন্ন ফন্টের টেক্সট, থ্রিডি টেক্সট, টেক্সটকে শেপ দেওয়া, দারুন সব টেক্সট কালার অ্যাড করতে পারবেন লেখাতে এবং খুব ভালো রেজ্যুলেশনের jpg ব png ফরম্যাটের থাম্বনেল বা ছবি তৈরি করে নিতে পারবেন। নিচের লিংকে ক্লিক করে PixelLab অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারেন।২. Thumbnail Maker
থাম্বনেল মেকার নাম শুনেই হয়তো বুঝতে পেরেছেন অ্যাপসটি শুধুমাত্র ইউটিউব থাম্বনেলের জন্যই। এই অ্যাপসটি দিয়েও আপনি মনের মত একটি থাম্বনেল তৈরি করতে পারবেন। তবে থাম্বনেলটি সর্বোচ্চ ১২৮০×৭২০ পিক্সেলে সেভ হবে। এটিতেও টেক্সট ফন্ট, টেক্সট কালার সব আরো অনেক চমৎকার ফিচার পাবেন। নিচের লিংকে ক্লিক করে Thumbnail Maker অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারেন।৩. Pixlr
পিক্সলার অ্যাপস দিয়েও দারুন সব থাম্বনেল তৈরি করতে পারবেন। তবে পিক্সেল ল্যাব বা থাম্বনেল মেকারের মত অনেক ধরনের ফিচার এই অ্যাপসে্ অনুপস্থিত। পিক্সলার দিয়েও টেক্সট ফন্ট, টেক্সট কালার, বিভিন্ন ইফেক্ট দিতে পারবেন ছবিতে এবং টুলস থেকে বিভিন্ন অপশন ব্যবহার করে চমৎকার থাম্বনেল তৈরি করতে পারবেন। পিক্সলার অ্যাপস দিয়েও ভালো রেজ্যুলেশনের থাম্বনেল তৈরি করা সম্ভব। নিচের লিংকে ক্লিক করে Pixlr অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারেন।উপরের তিনটি থাম্বনেল মেকার অ্যাপসে্র ভেতর সবগুলো অ্যাপসের মাধ্যমেই খুব ভালো থাম্বনেল তৈরি করতে পারবেন আপনার ইউটিউব ভিডিওর জন্য। যারা ফটোশপ ব্যবহার করতে জানেনা বা যারা একেবারে নতুন তারা এই অ্যাপস গুলো দিয়ে সহজেই একটি ভালোমানের থাম্বনেল তৈরি করে নিতে পারবেন। পোস্টটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।
No comments:
Post a Comment